How to stop coming 18+ ads or bad video in your phone

How to stop coming 18+ ads or bad video in your phone 

Assalamualaikum 😍

✍️ মোবাইলে অশ্লীল ভিডিও এবং ফটো আসা বন্ধ করুন : আপনার সন্তানকে নিরাপদে রাখুন। বর্তমানে সবার হাতে হাতে মোবাইল ফোন। গেইম, কার্টুন, ইউটিউব ইত্যাদি অজুহাতে মোবাইল এখন অপ্রাপ্ত বয়স্কদের হাতেও। এদিক সেদিক ক্লিক করতেই অজান্তে নানান অ্যাডাল্ট সাইট ওপেন হয়ে যাচ্ছে। যা খুবই বিব্রতকর এবং বাচ্চাদের মানসিক বিকাশের জন্য খুবই ভয়ংকর।


এই বিব্রত পরিস্থিতি থেকে বাঁচতে আপনার মোবাইল ফোনের সেটিংস এ গিয়ে ছোট্ট একটি চেঞ্জ করে নিন। তাহলে আপনার মোবাইলে কখনোই আর আজেবাজে সাইট চালু হবে না।


অটোমেটিক অ্যাডাল্ট সাইট ব্লক হয়ে যাবে। সার্চ করলেও বাজে সাইট খুঁজে পাবেন না।


শুরুতে আপনাকে ফোনের সেটিংসের Wireless Connections (Network & Internet) 




অপশনে যেতে হবে। সেখানে যাওয়ার পর, Private DNS অপশনটিতে যেতে হবে। তবে বলে রাখা ভালো যে, কিছু কিছু ফোনে Private DNS অপশনটি অন্য জায়গায়ও থাকতে পারে। পর্নসাইট বন্ধ করার জন্য এই Private DNS অপশনটি প্রয়োজন। তাই, আপনার ফোনের সেটিংস থেকে Private DNS অপশনটি খুঁজে বের করুন।




এরপর, Private DNS অপশনটিতে ক্লিক করার পর তিনটি অপশন পাবেন। 

1. Off

2. Auto 

3. Designated private DNS/Private DNS Provider hostname




এর মধ্যে 3. টা ক্লিক করবেন (Designated private DNS/Private DNS Provider hostname) অপশনে ক্লিক করলে এডিট করা যায়। যেটিতে এডিট করা যায়, সেটিতে : adult-filter-dns.cleanbrowsing.org - লিখে সেভ করে দিন।



এতটুকু করলেই সমস্ত পর্নসাইট আপনার ফোন থেকে বন্ধ হয়ে যাবে। কোনো রকম পর্নসাইট আর আপনার ফোন থেকে খুঁজে পাওয়া যাবে নাl ইনশাআল্লাহ!


উল্লেখ্য, কোনো কোনো ফোনে এডিট অপশনটি Designated Private DNS নামে দেওয়া থাকে। কিছু ফোনে এটি Private DNS provider hostname নামেও থাকে।


বি: দ্র: নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন। সন্তানদেরকে নিরাপদে রাখুন 😍

Post a Comment

0 Comments